Just Clink Get Magic Income $0.04 Per Click.

11/4/17

EBEK Admit Card

EKTEE BARI EKTEE KHAMAR PROJECT Admit Card|| EBEK

ONE HOUSE ONE FARM PROJECT.

EBEK Admid Card/jcobd
EBEK Admid Card.
Ektee Bari Ektee Khamar (EBEK)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পল্লীঊন্নয়ন ও সমবায় বিভাগ। একটি বাড়ী একটি খামার প্রকল্প (EBEK), প্রবেশপত্র পরিক্ষার তারিখ, স্থান ও সময় প্রকাশ  করেছে।

একটি বাড়ী একটি খামার প্রকল্প (EBEK)  তাদের নিজস্ব ওয়েব সাইট http://ebek-rdcd.gov.bd/ এ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। 

দীর্ঘ সময় অপেক্ষার পর বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা তারিখ ও পরীক্ষার স্থানসমুহ নির্ধারণ করে দিয়েছে। যারা ডাকযোগে আবেদন করেছেন তাদেরকে ডাকযোগে প্রবেশপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। আর যারা http://ebek.teletalk.com.bd/ এ সাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন তারা প্রবেশ পত্র টেলিটক বাংলাদেশ এর ওয়েব সাইটে লগিন করে ইউজার আই ডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

  • নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র
  • কম্পিউটার অপারেটর-কাম-হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদের পরীক্ষা আগামী ১০/১১/২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার বিকাল ৩.০০তা হইতে ৪.০০টা পর্যন্ত অনুষ্টিত হবে।   প্রবেশ পত্র পেতে এখানে ক্লিক করুন
  • স্থানঃ তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোদ, ফার্মগেট, ঢাকা-১২১৫।

  • উপজেলা সমন্বয়কারী পদের পরীক্ষা আগামী ১৭/১১/২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল  ১০.০০তা  হইতে ১১.০০টা পর্যন্ত অনুষ্টিত হবে।   প্রবেশ পত্র পেতে (শুধুমাত্র টেলিটক সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে  আবেদনকারীর জন্য) এখানে  ক্লিক করুন
  • স্থানঃ তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোদ, ফার্মগেট, ঢাকা-১২১৫।


recruitment_adv_ebek_2017_Notish,jcobd
Recruitment adv_ebek_2017_Notish
  • এমএলএসএস/নাইট গার্ড  পদের পরীক্ষা আগামী ০১/১২/২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.০০তা  হইতে ১১.০০টা পর্যন্ত অনুষ্টিত হবে।   প্রবেশ পত্র পেতে (শুধুমাত্র টেলিটক সিস্টেমের মাধ্যমে নির্ভুলভাবে  আবেদনকারীর জন্য) নিম্নোক্ত লিংকে ক্লিক করুন
  • স্থানঃ ১। তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোদ, ফার্মগেট, ঢাকা-১২১৫। 
  • ২। তেজগাঁও মহিলা কলেজ, ৭৬ পূর্ব তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫। 
  • ৩। তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ৮০ কাজী নজরুল ইসলাম আভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫। 
  • ৪। রাজধানি উচ্চ বিদ্যালয়, মানিকমিয়া আভিনিউ, ২, সেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

  • জেলা সমন্বয়কারী পরীক্ষা আগামী ২২/১২/২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.০০তা  হইতে ১১.০০টা পর্যন্ত অনুষ্টিত হবে। ঢাকা সহরের ২৪টি স্কুল/কলেজে হবে। বিস্তারিত পত্রিকায় এবং ওয়েব সাইটে শিগ্রই জানিয়ে দেয়া হবে।

  • ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারী পদে লিখিত পরীক্ষার আগামী ২৯/১২/২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.০০তা  হইতে ১১.০০টা পর্যন্ত অনুষ্টিত হবে। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের জন্য সংশ্লিস্ট জেলা শহরের স্কুল/কলেজে হবে। বিস্তারিত পত্রিকায় এবং ওয়েব সাইটে শিগ্রই জানিয়ে দেয়া হবে।
EBEK_Writen_Notis,jcobd
EBEK_Writen_Notis.


No comments:

Post a Comment

100% Back links allow.

Pay per clicl ads

প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক করার জন্য আপনি ডলার পান। আপনি সহজে এখান থেকে উত্তোলন করতে পারেন। উত্তোলনের জন্য আপনার অনলাইন ব্যাংক একাউন্ট, ওয়েস্টা...