পরিদর্শিকা পদে পরিবার কল্যাণ এর নিয়োগ বিজ্ঞপ্তি
Family Planing Govt |
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল অথবা সমমানের হতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ২২/১০/২০১৭ ইং তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত www dgfb gov bd তে করা যাবে।
আবেদনের সময় প্রাথীর বয়সঃ ০১/০৯/২০১৭ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে ৩২(বত্রিশ) পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য করা হবেনা।
আবেদনের সময় যা যা লাগবেঃ ১.০ সরকার প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর ২.০ আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বর, ৩.০ রঙ্গিন ছবি (সাইজ ৩০০ x ৩০০ পিক্সেল , জেপিইজি ফরমেট হতে হবে) সদ্য তোলা । ৪.০ স্ক্যান করা স্বাক্ষর এর ইলেকট্রন কপি ( ব্যাকগ্রাউন্ড সাদা, সাইজ ২৫০ x ১৫০ পিক্সেল, জেপিইজি ফরমেট হতে হবে)। ৫.০ আবেদনপত্র প্রিন্ট করার ব্যবস্থা ।
বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট দিবে তা জানতে নিচের দিকে দেখুন।
Family welfare recruitment notice in inspection office Circular১ |
Family welfare recruitment notice in inspection office Circular2 |
১ম ধাপঃ *২৪৭# ডায়াল করুণ।
২য় ধাপঃ payment সিলেক্ট করুণ।
৩য় ধাপঃ ০১৭৯৫৫৫১৪৩২ লিখে Ok করুণ।
৪র্থ ধাপঃ টাকার পরিমান লিখুন ১১১.৫০/৫৬। লিখে Ok করুণ।
৫ম ধাপঃ Aplication ID দিন। যা আপনার মোবাইলে sms আসবে।
৬ষ্ঠ ধাপঃ counter number 1 দিয়ে Ok করুণ।
৭ম ধাপঃ পিন নাম্বার দিন (xxxx)। transation ID টি সংরক্ষণ করুণ।
৮ম ধাপঃ payment status check করুণ Web Site থেকে।
প্রবেশপত্র কখন পাবেন তা আপনার মোবাইল নম্বরে sms করে জানিয়ে দেওয়া হবে।